1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বিশ্বে আক্রান্ত ৬৬ লাখ ছাড়াল
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

বিশ্বে আক্রান্ত ৬৬ লাখ ছাড়াল

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫৩০ জন পড়েছেন
An elderly residence staff member is tested at the elderly residence Christalain on April 17, 2020, in Brussels, during a strict lockdown in the country to fight against the novel coronavirus. (Photo by kenzo tribouillard / AFP)

ডাক অনলাইন ডেস্ক:: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মোট আক্রান্তের সংখ্যা এরই ছাড়িয়ে গেছে ৬৬ লাখ। আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা এগিয়ে যাচ্ছে ৪ লাখের দিকে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬৬ লাখ ছাড়ায়। এই তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ১৮ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

পরের স্থানেই রয়েছে ব্রাজিল, লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ৮৪ হাজার। তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৪০ হাজার। এই তালিকায় চতুর্থস্থানে যুক্তরাজ্য, আক্রান্ত ২ লাখ ৮৩ হাজার। পঞ্চমস্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার।

বিশ্বজুড়ে মৃত্যু ৩ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই করছে। এক লাখ ৮ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। তাদের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ছুঁই ছুঁই। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার; ব্রাজিলের উত্থানে চতুর্থস্থানে নেমে গেছে ইতালি, ৩৩ হাজার ৬০০। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার মৃত্যু নিয়ে।

করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এরই মধ্যে সুস্থ হয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ। চার লাখ ৮৫ হাজার সুস্থ নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দুই লাখ ৩৮ হাজার সুস্থ নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল। তৃতীয়স্থানে আছে রাশিয়া ২ লাখ ৪ হাজার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!