1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
যুক্তরাজ্যে করোনায় মৃত ৪০ হাজার ছুঁইছুঁই
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

যুক্তরাজ্যে করোনায় মৃত ৪০ হাজার ছুঁইছুঁই

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫০৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: ইউরোপে করোনা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বিপর্যস্ত এখন যুক্তরাজ্য। এক সময়কার মৃত্যুপুরী হয়ে উঠা ইতালি ও স্পেন থেকেও ছাড়িয়ে গেছে দেশটির আক্রান্ত ও মৃতের সংখ্যা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৮৭ হাজার। আক্রান্ত ছাড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার।

ব্রিটিশ স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বৃহস্পতিবার রাতে জানা যাচ্ছে, ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন প্রায় ১৭৬ জন। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন  ১৮০০ জন।

তবে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের মতে, ২২ মে পর্যন্ত করোনা সন্দেহে মৃত্যুসহ মোট ৪৮ হাজার মানুষ মারা গেছে। সেই হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে বছরের এই সময়ে এসে মৃতের হার যতটুকু আশা করেছিলেন বিশেষজ্ঞরা, বাস্তবে তার থেকে অল্প পিছিয়ে আছে দেশটি। ধারণা করা হয়েছিল, জুনের শুরুতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ৬২ হাজার।

জানুয়ারির শেষে যুক্তরাজ্যে প্রথম করোনা শনাক্ত হয়। মার্চের এসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এ সময় মৃতের সংখ্যাও বাড়তে থাকে। মৃতের তালিকায় ইউরোপের প্রথম এবং বিশ্বজুড়ে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। বুধবার গোটা ইউরোপের চেয়ে একদিনে বেশি মৃত্যু দেখা যায় যুক্তরাজ্যে।

এদিকে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই করছে। এক লাখ ৮ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পর তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার; ব্রাজিলের উত্থানে চতুর্থস্থানে নেমে গেছে ইতালি, ৩৩ হাজার ৬০০। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার মৃত্যু নিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!