অনলাইন ডেস্ক: সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ছয় র্যাব সদস্যসহ আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২৫০ জন।
বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
আক্রান্তদের মধ্যে ছয় র্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ৯, ছাতক উপজেলায় ১২, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত ছয় র্যাব সদস্যসহ ৩১ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৩৮৬ জন।
এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ জন।