1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৮৩ জন পড়েছেন

ডাক শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরন করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কালীঘাট ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন আব্দুস শহীদ এমপি। এ সময় কালীঘাট ইউনিয়নের অন্তর্গত ৯টি চা বাগানের ১৫শ ৩জন চা শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার টাকার নগদ অর্থ চেক বিতরন করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্য ইউপি সদস্যরা।
এসময় কালিঘাট ইউনিয়নের ৯টি চা বাগানের ১৫শ ৩ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী জানান, এ ধাপে উপজেলার সকল চা বাগানের শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪শত ৮৫ জনকে ৩কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
আব্দুস শহীদ এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের প্রতি সব সময় আন্তরিক। চা শ্রমিকদের সন্তান ও তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিটি চা বাগানে স্কুল করে দিয়েছেন, তারা যেন শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠেন। এছাড়াও প্রতিবছর চা শ্রমিকরা যেন ভালোভাবে চলতে পারে সেজন্য তাদের জীবনমান উন্নয়নে এককালীন ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়। তিনি বলেন কারো হতাশ হওয়ার কিছু নেই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সবাইকে দেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!