ডাক অনলাইন ডেস্ক: >> দেশে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃতুর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। টানা পঞ্চমদিন তিরিশ বা এর বেশি মৃত্যু নিয়ে শনিবার পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা সাড়ে আটশো ছুঁই ছুঁই করছে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে। মৃতদের ৭৭.০৬ শতাংই পুরুষ।
এদিন, এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৬৩৫ জনের শরীরে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ; নারী ২৯ শতাংশ।
বেড়েছে সুস্থ হওয়াদের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় ৫২১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।