1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনায় আক্রান্ত মির্জাপুর উপজেলা চেয়ারম্যান
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত মির্জাপুর উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৫১৪ জন পড়েছেন

ডাক অনলাইনঃ  টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলার ১২টি উপজেলায় ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে চেয়ারম্যান ও তার ভাতিজার কোনো উপসর্গ ছিলো না বলে তারা জানিয়েছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে কর্মহীন মানুষের পাশে থেকে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানসহ নিয়মিত অফিস করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর এনায়েত হোসেন মন্টু।

গত ৩১ মে মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজাসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পরে গত ১ জুন তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ প্রাপ্ত রিপোর্টে চেয়ারম্যান ও তার ভাতিজা ছাড়াও আরও ৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়।

উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!