বিনোদন ডেস্ক: সর্বশেষ সিনেমা ‘জিরো’তে বামন চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। অতি প্রত্যাশা থাকলেও বক্স অফিস ফলাফল ছিল শূন্য। এরপর নিজেকে সরিয়ে রেখেছেন অভিনয় থেকে দূরে। এই দেড় বছর মনোযোগ দেন প্রযোজনা ও পরিবারের প্রতি।
শোনা যাচ্ছে, বড়পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড বাদশা। তাকে সামনে দেখা যেতে পারে অভিনেতা আর মাধবনের ছবি ‘রকেট্রি: দ্য নামবি ইফেক্ট’-এ। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।
তবে দীর্ঘ সময়ের স্ক্রিন প্রেজেন্স থাকছে না শাহরুখের। যদিও এই ছবিতে সাংবাদিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মুম্বাই মিররে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দুটি ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শুটিং করেছেন কিং খান। তার মধ্যেই অন্যতম ‘রকেট্রি’। ছবিতে বিজ্ঞানী নামবি নারায়ণনের সাক্ষাৎকার নেবেন শাহরুখ, তার বর্ণনার ধরেই এগিয়ে যাবে ছবির চিত্রনাট্য।
এ ছবি বিজ্ঞানী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার নামবি নারায়ণনের জীবনের ওপর ভিত্তিতে তৈরি। তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ উঠেছিল। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন মাধবন। নায়িকা হিসেবে প্রায় দুই দশক পর মাধবনের বিপরীতে আছেন সিমরন।
এই ছবির পাশাপাশি অয়ন মুখার্জির ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’তেও রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ছবিটি নাকি শুরুই হবে বিজ্ঞানীর চরিত্রে শাহরুখ খানকে দিয়ে। তার সঙ্গেই দর্শক প্রবেশ করবেন ফ্যান্টাসির দুনিয়ায়।