1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কেন্দুয়ায় ৮৫ জন করোনা আক্রান্ত
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

কেন্দুয়ায় ৮৫ জন করোনা আক্রান্ত

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৪৯ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি বিধি-নিষেধ অনেকেই না মানায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই জেলার সর্বোচ্চ করোনা রোগীর সংখ্যা কেন্দুয়ায়, ৮৫ জন।

শনিবার রাতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলায় একদিনে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও নতুন ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগী শনাক্ত ৮৫ জন। যা নেত্রকোনার জেলার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত উপজেলা কেন্দুয়া। তার মধ্যে ইউএনও-ওসিসহ ১৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এছাড়া ১৫ জন উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে চিকিৎধীন রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গঠিত টিমের ডা. সাহেদ হাসান শাওন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হাসির আহসান করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!