ডাক কমলগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বজ্রপাতে নিহত পৌর এলাকায় ও বালিগাঁও গ্রামের মনির মিয়ার স্ত্রী ও উজিরপুর গ্রামের জুবের উদ্দিনের পরিবার দুটি পরিবার।
শনিবার (৬ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্টানে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা হিসেবে পরিবার প্রতি ৫ হাজার টাকার চেক নিহত পরিবারবর্গের হাতে তুলেদেন ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
উল্লেখ্য যে, উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ি আমিন মিয়ার ছেলে কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র জুবের উদ্দিন এবং বালিগাঁও গ্রামের মনির মিয়া বজ্রপাতে মৃত্যু হয়েছিল।