1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৬১ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোট উপজেলার টুগুরিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ওই আঞ্চলিক সড়কের টুগুরিয়া গ্রামে এ আটকের ঘটনা ঘটে।

সোমবার ওই ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আটকরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়ীয়া গ্রামের সরোয়ার হোসেন (২৯), একই গ্রামের মুরাদ হোসেন (২২), নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির লুদুয়া গ্রামের জাহিদুল ইসলাম (২১) ও একই গ্রামের ঈসমাইল হোসেন রাজু (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার ওবায়দুল হক সঙ্গীয় ফৌর্সসহ চার ডাকাতকে আটক করে। এ সময় অন্য আরও দুই ডাকাত পালিয়ে যায়।

এ ঘটনায় নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা করেন। আসামিদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!