1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
লোহাগাড়ায় শফিক হত্যা মামলায় বড় ভাই ও ভাবী গ্রেফতার
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

লোহাগাড়ায় শফিক হত্যা মামলায় বড় ভাই ও ভাবী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৩৫ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বড় ভাইয়ের হামলায় নিহত শফিক হত্যা মামলার পলাতক আসামি আপন বড় ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইছহাকের পুত্র রফিক আহমেদ (৬০) ও তার স্ত্রী সেতারা বেগম (৫৫)। রোববার সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ’র নির্দেশে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকা থেকে তাদের ২জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের হাজি পাড়া এলাকায় আপন দুই ভাই (শফিক ও রফিক)’র মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২৫ মার্চ (বুধবার) বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক ও তার দু ছেলে জাহেদ ও শাহেদ মিলে শফিকের ওপর নির্মমভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখা দিলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করে। গত ২৯ মার্চ (রোববার) সকাল ৯ টার দিকে শফিক সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত শফিকুর রহমানের স্ত্রী কহিনুর আকতার বাদী হয়ে জাহেদ, শাহেদ, রফিক ও সেতারা বেগমসহ ৪জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৩১। তারিখঃ ৩০/০৩/২০২০ ইংরেজী।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে শফিককে তার বড় ভাই রফিক ও ভাতিজা মিলে নির্মমভাবে আঘাত করলে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হলে পরবর্তীতে শফিক চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শফিক হত্যা মামলা পর থেকে আসামিরা কৌশলে পলাতক ছিল।

অবশেষে রোববার বিকেলে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকা থেকে শফিক হত্যা মামলার ৩ এবং ৪নং পলাতক আসামি বড় ভাই রফিক আহমদ ও তার ভাবী সেতারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার ১ এবং ২নং আসামি (জাহেদ, শাহেদ) কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। সন্ত্রাসীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

আটককৃতদের সোমবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!