1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে চুরির গরুসহ প্রাইভেট কার আটক
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চুরির গরুসহ প্রাইভেট কার আটক

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪৪৪ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কায়দায় প্রাইভেট কার দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ধাওয়া করে গরুসহ প্রাইভেট কারটি আটক করেছে।

গতকাল রোববার (৭জুন) রাতে মিরপুর দিক থেকে আসা শ্রীমঙ্গলমুখি সাদা রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে যাওয়ার সময় সাতগাঁও হাইওয়ে পুলিশ কারটির গতিরোধ করার জন্য হাত তোলে সিগন্যাল দেয়। পুলিশের সিগন্যাল দেখে চালক প্রাইভেট কারটি দ্রুত উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশর গাড়ির পিছনে ধাওয়া করলে ড্রাইভার ও চোর সাতগাঁও চা বাগানের ভিতর গরুসহ গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ সেখান থেকে গরুসহ প্রাইভেট কার উদ্ধার করে সাতগাঁও পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। উদ্ধারকৃত প্রাইভেট-কারটির রং সাদা যার নাম্বার সিলেট-খ ১১-০১৩২ এবং উদ্ধারকৃত গরুর গায়ের রং লাল।

এ বিষয়ে জানতে চাইলে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লছনা এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন তারা। প্রাইভেট কারটি দ্রুতগতিতে চলতে দেখে সন্দেহ হলে কারটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। কারটি সেখানে না থামিয়ে উল্টো ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় পিছন থেকে ধাওয়া করলে চোরেরা গরুসহ কারটি সাতগাঁও চা বাগানের ভিতরে ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন সেখান থেকে প্রাইভেট কারসহ গরুটি উদ্ধার করে সাতগাঁও পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। গাড়িটিকে জব্দ দেখানো হয়েছে, গাড়ির উপর মামলা দিয়ে গাড়ির মালিক খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে গরুটি তাদের দিয়ে দেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!