1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৪৪ জন পড়েছেন

বরিশাল: করোনায় আক্রান্ত হয়ে বরিশাল নগরের রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (৮ জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে এবং জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই দেলোয়ার হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!