1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কোটালীপাড়ায় আম পাড়া নিয়ে মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় আম পাড়া নিয়ে মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৪১ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ থেকে আম পাড়ার অপরাধে আমানুল্লাহ শেখ (১৫) নামে এক মাদরাসাছাত্রকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত আমানুল্লাহ উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন শেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার দুপুর ১২টার দিকে আমানুল্লাহ শেখের চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যরা গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে বেদম প্রহার করে। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহ মারা যায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!