1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সংসদ সচিবালয়ের কাজে গতি আনতে নতুন ১১ পদ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন

সংসদ সচিবালয়ের কাজে গতি আনতে নতুন ১১ পদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৪৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: জাতীয় সংসদ সচিবালয়ের ৩১তম কমিশন সভা গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে হয়েছে। সভায় আগামী আর্থিক বছরে সংসদ ও সংসদ সচিবালয়ের ব্যয় নির্বাহের জন্য ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। এবার কমিশন সভায় সংসদ সচিবালয়ের কার্যক্রমকে সুষ্ঠু ও দ্রুত সম্পাদনের লক্ষ্যে অনুমোদন পেয়েছে নতুন ১১টি পদ। ফলে সংসদ সচিবালয়ের কলেবর বেড়েছে। নতুন এসব পদের মধ্যে সংসদ সচিবালয়ের জন্য পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, অফিস সহায়কের পদ রয়েছে।

সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিশন বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। করোনা পরিস্থিতির কারণে বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন প্রধান হুইপ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিশন বৈঠকে ২০২০-২১ অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। গত বছরের তুলনায় এ বাজেট ৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। এছাড়া ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। বৈঠকে ২০১১-১২ অর্থবছরে ৩৫৮ কোটি ৮১ লাখ টাকা ও ২০২২-২৩ অর্থবছরের ৩৮৩ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

সূত্র আরো জানায়, বৈঠকে ডেপুটি স্পিকার ও প্রধান হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য দুটি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত একটি অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্তকরণ ও পদোন্নতির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহ, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা ও অধিবেশন প্রস্তুতিমূলক সভায় সরবরাহকৃত নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি, সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি এবং মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত বছরে একবার (বাজেট অধিবেশনের আগে) এই কমিশনের বৈঠক বসে।

এদিকে আগামীকাল বসছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এটি বতর্মান সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশনও। আগামী বৃহস্পতিবার আগামী আর্থিক বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার প্রথম অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেও প্রথম বাজেট অধিবেশটি ডেঙ্গুতে আক্রান্ত থাকায় তার পরিবর্তে প্রধানমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করেন। তবে এবার ডেঙ্গুর থাবা না থাকলেও করোনার ভয়াবহতায় অধিবেশনটি সংক্ষিপ্ত করা হয়েছে। বাজেটের উপরে আলোচনা হবে মাত্র পাঁচ দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!