1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
গোয়ালন্দের এসিল্যান্ড করোনায় আক্রান্ত
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

গোয়ালন্দের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৬৬ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  রাজবাড়ীর গোয়ালন্দে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন সরকারি এই কর্মকর্তা। ঝুঁকি নিয়ে কাজ করার কারণে ইতিপূর্বেও তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু এবারের শঙ্কা থেকে ফরিদপুরে নমুনা পরীক্ষা করতে দিলে ফলাফল পজিটিভ আসে।

এ পর্যন্ত গোয়ালন্দে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে করোনা ভাইরাস শনাক্তের আগেই স্কুলশিক্ষক রিয়াজুল ইসলাম মারা যান। সোমবার তার নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনকে তার বাসস্থানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলবে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে বলেন, তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!