বিনোদন ডেস্ক: ঢাকার সংগীতাঙ্গন এখন আলোচিত বিষয় নোবেলের নতুন গান ‘তামাশা’। ইউটিউবে গানটি ‘ডিজলাইক’ অর্জনে এক প্রকার রেকর্ডউ গড়েছে। ধারণা করা হচ্ছে, রিয়্যালিটি শো থেকে খ্যাতি পাওয়া গায়কের বিতর্কিত নানান মন্তব্যই এর কারণ।
এই সময় ‘নোবেলের গায়কী তো দুর্ধর্ষ’ উল্লেখ করে একটি প্রশ্ন ছুড়ে দিলেন ‘ঘুড়ি’-খ্যাত গায়ক, গীতিকবি ও সুরকার লুৎফর হাসান।
ফেইকবুক পোস্টে তিনি লেখেন, “নোবেলের গায়কী তো দুর্ধর্ষ। উল্টাপাল্টা কথা বলে সে ছিটকে পড়েছে সবার ভালোবাসা থেকে। আমার মনে একটা প্রশ্ন এসেছে। যতদূর জানি, সে প্রস্তুতি নিচ্ছে সব ভালো গীতিকার ও সুরকারদের সাথে যোগাযোগ করে গান সংগ্রহের। আমাদের গীতিকার সুরকার যারা আছেন, আপনার কাছে সে যথাযথ সম্মানী ও সম্মান দিয়ে গান চাইলে কী করবেন? দেবেন না? বুকে হাত দিয়ে বলেন। জানি এখানে এই কথা এড়িয়ে যাবেন। তবুও প্রশ্নটা করে রাখলাম।”
নোবেলের গায়কী তো দুর্ধর্ষ। উল্টাপাল্টা কথা বলে সে ছিটকে পড়েছে সবার ভালোবাসা থেকে। আমার মনে একটা প্রশ্ন এসেছে। যতদূর…
Posted by Lutfor Hasan on Monday, June 8, 2020
নোবেলের ‘তামাশা’ শিরোনামের সিঙ্গেল ইউটিউবে প্রকাশ হয় ৬ জুন। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি ভিউ হয়েছে। লাইক পেয়েছে ৩২ হাজার, বিপরীতে ডিজলাইক ২ লাখ ৯১ হাজার।
ফেইসবুক পেজে এক পোস্টে নোবেল বলেন, “মাত্র ২৪ ঘন্টায় ১ মিলিয়ন ভিউ হলো ‘তামাশা’! অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, স্পেশালি হেটার্সদের।”
এ দিকে লুৎফর হাসানের সর্বশেষ গান ‘তোমার কথায় ধাক্কা লাগে’ প্রকাশ হয় ২৫ মে।