সোমবার সকালে মোহাম্মদ নাসিমের পরিবার সূত্রে এ কথা জানা গেছে।
এদিকে নতুন করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের প্রধান নির্বাহী (সিইও) ডা. আল ইমরান চৌধুরী জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে আজ।
তিনি বলেন, সাত সদস্যের মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা তার অবস্থা পর্যবেক্ষণ করবে। অবস্থা সুবিধাজনক নয় বিধায় সিটি স্ক্যান করা যায়নি।
তার অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ জানিয়ে সোমবার রাতে চিকিৎসকরা বলেছেন, গত শুক্রবার ব্রেন স্ট্রোক করলে অস্ত্রোপচারের পরে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়।
মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং কোনো উন্নতিও হয় নাই, আবার অবনতিও হয়নি। অবস্থা স্থিতিশীল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, তার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে কোনো অলৌকিক ঘটনা ঘটলেই উনি ভালো হবেন। তবে ওনার পুরো সুস্থ হয়ে ওঠাটা একটা মিরাকল হবে।
গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে মোহাম্মদ নাসিমের।
গত শুক্রবার ভোররাতে তিনি ব্রেন স্ট্রোক করলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি গভীর কোমায় আছেন।