অনলাইন ডেস্ক: দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল। এদিন কভিড-১৯ নতুন রোগী শনাক্তেও রেকর্ড হয়েছে।
গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশে প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। আর ১০ জুন এসে মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল হাজারের ঘর।
আইইডিসিআরের তথ্যানুযায়ী, দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল ২০ এপ্রিল। সেই জায়গা থেকে মৃত্যুর সংখ্যা ৫০১ জনে দাঁড়ায় ২৫ মে। সময় লাগে এক মাস পাঁচ দিন। মৃত্যুর সংখ্যা বাকি ৫০০ হলো আরও দ্রুত গতিতে। নতুন ৫১১ মৃত্যু যোগ হলো মাত্র ১৬ দিনে।
মৃত্যুর পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ১৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।
চব্বিশ ঘণ্টায় সুস্থ মানুষের তালিকায় যোগ হয়েছে আরও ৫৬৩ জনের নাম। তাতে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৮৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে করোভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১.২৪ শতাংশ।