1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দেশে করোনায় মৃত্যু হাজার ছাড়াল
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

দেশে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪১৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল। এদিন কভিড-১৯ নতুন রোগী শনাক্তেও রেকর্ড হয়েছে।

গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশে প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। আর ১০ জুন এসে মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল হাজারের ঘর।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল ২০ এপ্রিল। সেই জায়গা থেকে মৃত্যুর সংখ্যা ৫০১ জনে দাঁড়ায় ২৫ মে। সময় লাগে এক মাস পাঁচ দিন। মৃত্যুর সংখ্যা বাকি ৫০০ হলো আরও দ্রুত গতিতে। নতুন ৫১১ মৃত্যু যোগ হলো মাত্র ১৬ দিনে।

মৃত্যুর পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ১৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।

চব্বিশ ঘণ্টায় সুস্থ মানুষের তালিকায় যোগ হয়েছে আরও ৫৬৩ জনের নাম। তাতে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে করোভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১.২৪ শতাংশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!