অনলাইন ডেস্ক: গ্যাস-বিদ্যুতের বকেয়াসহ সব বিল জুন মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। অন্যথায় গ্রাহককে বিধি অনুযায়ী ব্যবস্থার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সচিবালয় থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিল বকেয়া রাখার যে সুযোগ দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়বে না। কারণ ইতোমধ্যেই কোম্পানিগুলোর প্রচুর বকেয়া পড়ে গেছে। গত তিন মাসে গড়ে ১০ শতাংশ বিলও আসেনি।
তিন মাসের বিল একসঙ্গে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে। গ্রাহকদের প্রতি মাসের বিল দেওয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও চার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিলগুলো পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চ চার্জ দেওয়া লাগবে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত মার্চের শেষ দিকে মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল বিলম্ব ফি ছাড়াই পরে জমা দেওয়া যাবে বলে জানানো হয়।
আর গ্যাসের আবাসিক গ্রাহকরা কোনো ধরনের বিলম্ব ফি ছাড়াই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন বলে বলা হয়েছিল।
এদিকে এই তিন মাসে গ্রাহকদের কাছে যে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে তা খরচের চেয়ে ‘আস্বাভাবিক বেশি’ বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিযোগ আসছে।
এ বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমাননির্ভর এসব বিল দেখে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। কারণ সশরীরে গিয়ে মিটার না দেখে অনুমান করে কিংবা এক বছর আগের বিলের সঙ্গে মিল রেখে এই বিলটি করা হয়েছে, যা পরবর্তীতে সমন্বয় করে দেওয়া হবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগে প্রায় তিন কোটি ৮০ হাজার গ্রাহক রয়েছে। অনেকের এই পরিস্থিতির মুখে পড়তে হলেও পরে সেটা সংশোধন করে দেওয়া হচ্ছে। কারও বেশি সমস্যা হলে তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর প্রতিকার চাইতে পারেন। তাতেও কাজ না হলে আমার মেইলে অভিযোগ জানাতে পারেন।