1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চীনে ঝড়-বৃষ্টি-বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

চীনে ঝড়-বৃষ্টি-বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৮৮ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:  টানা ঝড় বৃষ্টিতে দুর্যোগ নেমে এসেছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর খাওয়া গেছে। অনেকে নিখোঁজ। এ ছাড়া রাস্তা-ঘাট, ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষে লকডাউনের মতো বিধিনিষেধ তোলে নেওয়ার পর দক্ষিণ চীনের পর্যটন অঞ্চলগুলো যখন প্রাণ ফিরে পাচ্ছিল তখনই হানা দিল ঝড়-বৃষ্টি। এতে ব্যাপক-ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চল।

জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভেঙে পড়েছে ১,৩০০’র বেশি বাড়িঘর।

এর মধ্যে স্বশাসিত অঞ্চল গুয়াংজি জুয়াংয়ে ৬ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর একজন এখনো নিখোঁজ। জনপ্রিয় পর্যটন অঞ্চল ইয়াংশুর রাস্তাঘাট ডুবে গেছে। বাঁশের ভেলাতে করে বাসিন্দা, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার জানিয়েছে, বন্যায় ১ হাজারের বেশি হোটেল প্লাবিত হয়েছে। ৩০টির বেশি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হোটেলের মালিক সিনহুয়াকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে বন্যায় হোটেলের অতিথিদের রুমগুলোতে এখন পানির উচ্চতা তিন ফুটে পৌঁছেছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে হুনান প্রদেশে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর দক্ষিণ-পশ্চিম গুইজু প্রদেশে আটজনের খবর পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় উদ্ধারকারী বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।

কভিড-১৯ এর পর এই দুর্যোগের ফলে চীনের পর্যটন খাত লোকসানের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় অর্থনৈতিক ক্ষতি দাঁড়াতে পারে ৪০০ কোটি ইউয়ান (৫৫ কোটি ডলার)।

জুনের শুরু থেকেই দক্ষিণ চীনে বৃষ্টির ঢল শুরু হয়, সঙ্গে ঝড়ো হাওয়া। টানা বৃষ্টিতে ওই অঞ্চলের ১১০টি নদীর পানির উচ্চতা বিপদ সীমার অনেক ওপরে উঠে গেছে। দক্ষিণাঞ্চল জুড়ে কয়েক দিনের মধ্যে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!