1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আজকের দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন

আজকের দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩২৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: এগারো মাস কারাগারে অন্তরীণ থাকার পর ২০০৮ সালের আজকের এই দিনে (১১ জুন) মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিনটিকে তার কারামুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলা দেখিয়ে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। এসব হয়রানিমূলক মামলায় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার এগারো মাস বন্দি থাকতে হয় তাকে।

কারাগারে থাকাকালে এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

কারামুক্তির পর ২০০৮ সালের নির্বাচনে তার নেতৃত্বে অংশ নিয়ে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। এরপর সরকার গঠন হলে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সেই থেকে আজ অবধি ক্ষমতায় তিনি।

ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও বিভিন্ন মামলায় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে জেল খাটতে হয়েছিল।

এ বছর শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করবে না আওয়ামী লীগ। এ বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে সৃষ্ট সংকটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব ধরনের কর্মসূচি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!