1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা সংকটেও ভাগ্যবতী জ্যাকুলিন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন

করোনা সংকটেও ভাগ্যবতী জ্যাকুলিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৭৭ জন পড়েছেন

বিনোদন ডেস্ক:  করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে লকডাউন ছিল ভারতে। ধীরে ধীরে আনলক করা হচ্ছে পরিস্থিতি। চলছে আনলক ১ পর্যায়। লকডাউনের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বহু মানুষের সংসার প্রায় পথে বসতে বসেছে। অনেকেরই পরিস্থিতি এমন যে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানাতে হয়েছে। অনেকে আবার পরিস্থিতি সামাল দিতে না পেরে অবসাদে ডুবে গিয়ে শেষ করে দিয়েছেন নিজের জীবনকেই। এবং এই সব পরিস্থিতির শিকার হয়েছেন রুপালি পর্দার কর্মীরাও। তবে বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এই লকডাউনেও সমান ব্যস্ত ছিলেন। তার দাবি, ‘কাজের ক্ষেত্রে কখনো মনে হয়নি আমার জীবনে লকডাউন চলছে, আমি ভাগ্যবতী!’

লকডাউনের সময়ও কোনো রকম অবসাদে না গিয়ে বরং নিজেকে কাজের মধ্যেই আটকে রেখেছিলেন তিনি। তার কাজই জীবনের অনুপ্রেরণা এবং তা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদী তিনি। তাকে কাজের ব্যাপারে জানতে চাওয়া হলে জ্যাকলিন বলেছেন, ‘হ্যাঁ, আমার মুভি রিলিজ, প্রোমোশানস, সালমানের সঙ্গে গান, বাদশার সঙ্গে গান, ম্যাগাজিন শুট  এবং শো- এমন নানা কিছু নিয়েই লকডাউন কাটল আমার। কাজের দিক থেকে লকডাউন ছিল না আমার, ভাগ্য ভালো।’

তিনি আরও জানান, ‘ব্যক্তিগতভাবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজেকে ব্যস্ত এবং প্রোডাকটিভ রাখার চেষ্টা করি আমি। জানি এই পরিস্থিতিটা কারও কারও জন্য খুবই কঠিন ছিল। কিন্তু আমি খুবই ভাগ্যবতী। আমি আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।’ সম্প্রতি নেটফ্লিক্সে জ্যাকলিনের ‘মিসেস সিরিয়াল কিলার’ মুক্তি পেয়েছে। সেখানে একেবারেই ছক ভাঙা এক কালো চরিত্রে দেখা গিয়েছে তাকে।

করোনা লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউজে নিজেকে বন্দি করে রেখেছেন সলমন খান। পরিবারের সদস্যদের সঙ্গেও ওই বিলাসী ফার্মহাউজে রয়েছেন বলিউডের অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। ফার্মহাউজে তেরে বিনা গানের দৃশ্যের শুটিং করেছেন তিনি। সঙ্গী অবশ্যই জ্যাকলিন। এছাড়াও বাদশার সঙ্গে গেন্দা ফুলের ভিডিও মুক্তি পেতেই সেটি যেন এই লকডাউন পিরিয়ডের ‘হোম সং’ হয়ে গিয়েছিল।

পাশাপাশি ফার্মহাউজে নিজের মতো করে সময় বের করে দারুণ উপভোগ করেছেন নায়িকা। ফোনে একটি ছোট্ট শ্যুট করে ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করেছেন বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী। ফিল্মের নাম দিয়েছেন, ডিয়ার কোয়ারানটিন। পোষ্যদের সঙ্গে সময় কাটানো, ঘোড় সওয়ারি, পথ কুকুরদের সঙ্গে খেলা এমনকি গাছে উঠে ডাব পাড়তেও দেখা যাচ্ছে জ্যাকলিনকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!