1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিরিয়ার প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন

সিরিয়ার প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৭৮ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:  অর্থনৈতিক সমস্যা বাড়তে থাকায় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ২০১৬ সাল থেকে ক্ষমতায় ছিলেন খামিস।

প্রধানমন্ত্রীকে সরানোর পেছনে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, পানিসম্পদ মন্ত্রী হুসেন আর্নুস নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

রয়টার্স-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, যুদ্ধকবলিত সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি গত কয়েক মাসে আশঙ্কাজনকভাবে খারাপ হতে থাকে। বেড়েছে মুদ্রাস্ফীতি। বিষয়টি নিয়ে আসাদের সঙ্গে খামিসের মতবিরোধ সৃষ্টি হয়।

নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া ৬৭ বছর বয়সী আর্নুস ইদলিবে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সরকারি পদে কাজ করেছেন।

প্রায় এক দশক আগে সিরিয়ায় সংঘাতের শুরু। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অনেক চেষ্টা করে।

কিন্তু এই যুদ্ধে আসাদের পক্ষে রাশিয়া যুক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে এক সর্বাত্মক গৃহযুদ্ধে পড়ে দেশটি।

সিরিয়ায় চলা এ যুদ্ধে নিহত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ৩৫ লাখ। ইতিমধ্যে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমিয়েছে হাজারো শরণার্থী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!