অনলাইন ডেস্ক: আসছে ২০২০-২১ অর্থবছরে রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎসে কর বর্তমান অবস্থার চেয়ে দশমিক ২৫ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় পোশাকসহ রপ্তানি পণ্যের উৎসে কর ৫০ শতাংশ করার প্রস্তাব করেন।
তবে পোশাক কারখানা মালিকদের আবেদনের প্রেক্ষিতে গত ২১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পোশাকে উৎস কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ করে। সে হিসাবে বাজেট প্রস্তাবনা কার্যকর হলে এ খাতের উৎসে কর বাড়বে।
পোশাক শিল্প মালিকরা বলছেন, এই খাতের বর্তমান অবস্থা বিবেচনা করে উৎস কর আরো পাঁচ বছরের জন্য দশমিক ২৫ শতাংশ রাখা প্রয়োজন। এ ছাড়া ভোগান্তি কমাতে উৎসে করকে ভিত্তি ধরে চূড়ান্ত কর দিতে চান তারা।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান পোশাক খাতের মালিকরা।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনো গার্মেন্টস মালিক ১০০ টাকার তৈরি পোশাক রপ্তানি করলে তার বিপরীতে এক টাকা উৎসে কর দেওয়ার কথা। পোশাক কারখানা মালিকদের আবেদনের প্রেক্ষিতে এরপর এনবিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা কমিয়ে দশমিক ২৫ শতাংশ করে।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে পোশাক মালিকদের কখনো ১ শতাংশ হারে উৎসে কর দিতে হয়নি। প্রতিবছর বাজেটে অথবা পরে প্রজ্ঞাপনের মাধ্যমে কর কমানো রেওয়াজে পরিণত হয়েছে।