1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
নজরুল গবেষক অধ্যাপক আব্দুল কাইউম আর নেই
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

নজরুল গবেষক অধ্যাপক আব্দুল কাইউম আর নেই

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৪৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: নজরুল গবেষক ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইউম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। বিকেল পৌনে ৩টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইউম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইউম ছিলেন নজরুল গবেষণায় অন্যতম পথিকৃৎ। এ ক্ষেত্রে তার অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আজীবন স্মরণ করবে।

প্রাবন্ধিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল কাইউম ১৯৩১ সালের ১২  জানুয়ারি জন্মগ্রহণ করেন।  তার পিতা এক সময়ের জনপ্রিয় ঔপন্যাসিক ও প্রকাশক মোহাম্মদ কাসেম । মখদুমিয়া লাইব্রেরি ছিল তার পিতার প্রকাশনা প্রতিষ্ঠান । শিক্ষালাভ করেন ঢাকা কলেজ, ঢাকা ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে । তিনি বিভিন্ন কলেজ, বাংলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘নজরুল অধ্যাপক’ হিসেবে অধ্যাপনা করেন ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!