1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা দূর্যোগ মোকাবেলায় কমলগঞ্জে ব্যবসায়ী বিল্লাল হোসেনের ত্রাণ তৎপরতা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

করোনা দূর্যোগ মোকাবেলায় কমলগঞ্জে ব্যবসায়ী বিল্লাল হোসেনের ত্রাণ তৎপরতা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪০৫ জন পড়েছেন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মী বিল্লাল হোসেন করোনা দূর্যোগ মোকাবেলায় প্রায় তিনশত দরিদ্র লোককে খাদ্যসামগ্রী প্রদান করছেন। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দু:স্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামের মো. বিল্লাল হোসেন। দিন শেষে মাঝে মাঝে রাতের অন্ধকারেও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়া মানুষকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও প্রশাসনকে সাহায্য করেছেন। বিল্লাল হোসেন জানান, করেনা মোকাবেলায় নিজ ইউনিয়ন পতনঊষার ও শমশেরনগর এলাকায় এ পর্যন্ত প্রায় তিনশত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। নিজের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবান, তেলসহ একটি করে প্যাকেট।
বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মী বিল্লাল হোসেন বলেন, তিনি ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। সাধারণ মানুষের পাশাপাশি দলের ত্রাণ তহবিলেও অনুদান প্রদান করেছি। করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় কোন পরিবার যেন না খেয়ে থাকে তাই আমি নিজ এলাকাসহ বিভিন্ন গ্রামের দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমি ১৯৯৬ সালে খালেদা জিয়ার সরকারের আমলে আমি পুলিশী নির্যাতনের শিকার হয়েছি। আমি আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে এলাকার সাধারণ মানুষের সুখে-দু:খে সবসময় পাশে আছি। আগামীতেও থাকবো ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!