1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

বর্ণবাদবিরোধী আন্দোলন চরমপন্থিরা ছিনতাই করেছে: জনসন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৩৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: ব্রিটেনের ইতিহাসের সমালোচনা করে যারা বিভিন্ন ধরনের স্থাপনায় আক্রমণ করছেন তাদের ‘চরমপন্থি’ আখ্যা দিয়ে বরিস জনসন বলেছেন, বর্ণবাদবিরোধী আন্দোলন তাদের হাতে ছিনতাই হয়েছে।

টুইটারে পোস্ট করা বিবৃতিতে জনসন শুক্রবার বলেন, ‘পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সহিংসতার উদ্দেশ্যে চরমপন্থিরা আন্দোলন ছিনতাই করেছে।’

আমেরিকায় গত ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে ‘চার পুলিশ মিলে’ হত্যা করেন। ঘটনার পরপর আন্দোলন শুরু হলে চারজনকেই অভিযুক্ত করা হয়।

এক ভিডিওতে দেখা যায় একজন শ্বেতাঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এবং সেসময় ফ্লয়েডকে মাটিতে ফেলে বেশ কয়েক মিনিট ধরে তার হাঁটু দিয়ে গলা চেপে ধরে আছেন। ফ্লয়েড বারবার তাকে বলছেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না।

আরেকটি ভিডিওতে দেখা যায় আরও তিন পুলিশ তার গলায় হাঁটুচেপে ধরেছেন।

এমন নির্মমতার পর বর্ণবাদবিরোধী আন্দোলন আমেরিকা ছাড়িয়ে দেশে-দেশে ছড়িয়ে পড়ছে।

ব্রিটেনের আন্দোলনকারীরা দেশটির সংসদের বাইরে সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত স্ট্যাচু বিকৃত করেন। ব্রিস্টলে ১৭ শতকের দাস ব্যবসায়ী এডওয়ার্ড ক্লস্টনের ১৮ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছে।

চার্চিলের স্ট্যাচুতে আক্রমণ করার ঘটনাকে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অযৌক্তিক এবং লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

জনসন বলেন, ‘উইনস্টন চার্চিলের স্ট্যাচু তার অর্জন এবং দেশকে রক্ষা করার স্থায়ী স্মৃতি।’

জনসন এরপর বলেন, ‘হ্যাঁ, কিছু কিছু সময় তিনি এমন মন্তব্য করেছিলেন, যা আজকের দিনে আমাদের কাছে অগ্রহণযোগ্য ছিল এবং আছে। তবু তিনি নায়ক। এই স্মৃতিসৌধ তিনি সম্পূর্ণভাবে ডিজার্ভ করেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!