অনলাইন ডেস্ক: পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনা পজিটিভ। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গৌতম কুমার বিশ্বাস জানান, সম্প্রতি পাবনার পুলিশ সদস্যরা করোনা পজিটিভ শনাক্ত হলে পুলিশ সুপার নমুনা প্রদান করেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জেলা পুলিশ তার সুস্থতার জন্য সবার দোয়া প্রত্যাশী।
তিনি আরো জানান, পুলিশ সুপারের সংস্পর্শে আসা সব পুলিশ সদস্যদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।