1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
এবার ডিজিটালে চাচা চৌধুরী
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

এবার ডিজিটালে চাচা চৌধুরী

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৩৯ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের শিশু-কিশোরদের প্রিয় হিরো চাচা চৌধুরী আসছে ডিজিটাল দুনিয়ায়। সম্প্রতি তিরুঅনন্তপুরমের টুনড মিডিয়ার সঙ্গে এই নিয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে হটস্টার ভিআইপি ও ডিজনির।

২০১৯ সালে প্রথমবারের জন্য পর্দায় আসে চাচা চৌধুরীর অ্যানিমেটেড চরিত্র। বিপুল জনপ্রিয়তা পায়। তাই পরের সিজনের চাহিদাও ব্যাপক। সেই কারণেই ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেতে চলেছে।

প্রাচীন ভারতীয় দার্শনিক চানক্যকে অনুসরণ করে চরিত্রটি তৈরি করেন প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণকুমার শর্মা। ১৯৭১ সালে ভারতের এই কমিক সুপার হিরো, সঙ্গী সাবুকে নিয়ে বাজারে আসে। পত্রিকার কমিকস স্ট্রিপসের পাশাপাশি বই আকারেও জনপ্রিয়তা পায়।

এখন পর্যন্ত পাঁচটি ভাষায় লাখ লাখ কপি বিক্রি হয়েছে চাচা চৌধুরীর কমিকস।

নতুন সিজনের কাজও শুরু হয়ে গেছে। এবার ১১ মিনিটের মোট ৫২টি এপিসোড দেখা যাবে। ভারতের ডিজনি কিডস চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম, দুই জায়গাতেই দেখতে পারবেন দর্শক।

বহুদিন ধরেই চাচা চৌধুরীর জনপ্রিয়তা রয়েছে। কোনো দিন ডিজিটাল রিলিজ না হলেও টেলিভিশনে ব্যাপক সাড়া পাওয়ার পরই এখন বিনোদনের রাজা ওটিটি-তে মুক্তির ভাবনা নির্মাতাদের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!