1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দ্বিতীয় ধাপের মহামারির শঙ্কায় চীন
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

দ্বিতীয় ধাপের মহামারির শঙ্কায় চীন

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাস ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে চীনে। নতুন করে কভিড-১৯ এ সংক্রমিত বেশ কয়েকজনের সন্ধান মেলায় দেশটিতে দ্বিতীয় ধাপের মহামারির শঙ্কা দেখা দিচ্ছে।

শনিবার চীনে আরও ১১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে দেশটির সরকারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিজেদের দেশের অভ্যন্তরের নাগরিকদের মধ্যে আক্রান্ত হয়েছেন ছয়জন, তারা রাজধানী বেইজিংয়ের বাসিন্দা।

গত কয়েক মাস ধরে চীনে যাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে এসব নাগরিকদের বেশির ভাগই বিদেশ থেকে ফেরা। তবে দেশের অভ্যন্তরে নাগরিকের মধ্যে সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে নতুন করোনাভাইরাসের উৎপত্তি দেশটি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৬ লাখ।

এদিকে নতুন সংক্রমণের ঘটনায় প্রাইমারি স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিতে আরও আর সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। দলবদ্ধ হয়ে সব ধরনের খেলাধুলা ও খাবার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

সংক্রমণের ঘটনা ঘটেছে এমন দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেট এলাকায় টহলরত অনেক পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরাও।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৩৬৭ জন। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!