1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনায় আক্রান্ত ইউক্রেনের ফার্স্ট লেডি
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ইউক্রেনের ফার্স্ট লেডি

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪১৯ জন পড়েছেন
President of Ukraine Volodymyr Zelensky (R) and his wife, First Lady of Ukraine Olena Zelenska arrive to meet the President of Latvia at the Riga Castle square in Riga, Latvia, on October 16, 2019. (Photo by Gints Ivuskans / AFP)

ডাক অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ফার্স্ট লেড ওলেনা জেলেনস্কা। শুক্রবার তার কভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের খবর নিজেই ফেইসবুক পোস্টে শুক্রবার জানান ৪২ বছর বয়সী ওলেনা জেলেনস্কা। তবে স্বামী ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমির জেলেনস্কি ও দুই সন্তানের কভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।

নিজেদের ফেইসবুক থেকে দেওয়া পোস্টে ওলেনা বলেন, “আজ আমি আমার কভিড-১৯ টেস্টের পজিটিভ ফল হাতে পেয়েছি।”

বৃহস্পতিবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, লকডাউন শিথিল করে নেওয়ার পর থেকে ইউক্রেনে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হারে খারাপের দিকে যাচ্ছে।

সরকারি হিসেবে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৪০ জনের।

করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের কারণ খতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভালোদেমির। তার মতেম নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নাগরিকদের অনুস্থতা থেকে রক্ষা করতে পারে এবং কোয়ারেন্টাইন থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে পারে।

ফার্স্ট লেডি ওলেনা জানিয়েছেন, করোনায় সংক্রমিত হলেও তার অবস্থা ভালো। বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন তিনি। স্বামী ও নিজে সামাজিক দূরত্বের সকল নিয়ম ও নিজেদের সুরক্ষিত করে রাখার পরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে বিস্মিত হয়েছেন বলেও জানালেন ওলেনা।

অবশ্য গত সপ্তাহে মধ্য ইউক্রেনের খেমেলনিতস্কি শহরের একটি ক্যাফে পরিদর্শনের সময় মাস্ক ছাড়া দেখা গেছে প্রেসিডেন্ট ভালোদেমিরকে। এ নিয়ে সমালোচনায়ও পড়তে হয় ৪২ বছর বয়সী এই নেতাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!