1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

একমাস পর প্রকাশ্যে পুতিন

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩২৯ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: করোনা পরিস্থিতিতে একমাস পর প্রকাশ্যে দেখা গেলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। দেশটির জাতীয় দিবস পালন উপলক্ষে শুক্রবার মস্কোতে একটি আয়োজনে অংশ নেন তিনি।

বিবিসি জানায়, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ঐতিহাসিক প্যারেড অনুষ্ঠানে সর্বশেষ পুতিনকে প্রকাশ্যে দেখা যায়। এরপর গত এক মাসে তাকে দেখা যায়নি।

এতদিন মস্কোর বাইরে থেকে একটি বাসভবনে বসে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সরকারি বৈঠকগুলো সারেন।

নভেল করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় তৃতীয় শীর্ষে রাশিয়া। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭০৫ জন মানুষ।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত, রাশিয়ায় আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা অনেক কম। দেশটর করোনা সংক্রান্ত তথ্য নিয়ে সংস্থাটি সন্দেহ প্রকাশ করেন।

৬৭ বছর বয়সী পুতিন গত ২০ বছর ধরে কখনো প্রধানমন্ত্রী আবার কখনো প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় আছেন।

গত সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও মস্কোতে লকডাউন তুলে ফেলা হয়। এর মধ্যে শুক্রবারের জাতীয় দিবসে ছুটি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে ২৪ জুন আরেকটি প্যারেডে সামাজিক দূরত্বের বিধি নিষেধ নিয়ে বিতর্ক তৈরি হয়।

এর মধ্যে শুক্রবার পশ্চিম মস্কোতে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন।

এদিন এক বক্তব্যে আগামী ১ জুলাই রুশ সংবিধান সংশোধনে ভোট দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি আশা করছেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধান সংশোধন হতে যাচ্ছে।

প্রসঙ্গত, সংবিধান সংশোধনের মাধ্যমে পুতিনের আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে তিনি ষষ্ঠ মেয়াদে রাশিয়ার ক্ষমতায় আছেন। এই মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!