1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনায় সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে ৪ চিকিৎসকের মৃত্যু
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন

করোনায় সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে ৪ চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯৬ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করনোভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে দেশে কমপক্ষে চার চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ হাসান নামের এক চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম ব্যাচের ছাত্র আরিফ চট্টগ্রামে চেম্বারে রোগী দেখতেন।

সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. এ কে এম ফজলুল হক।

তিনি রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই মুক্তিযোদ্ধা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেও কাজ করেছিলেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।

এর আগে শুক্রবার প্রথম প্রহর পেরিয়ে রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কমপক্ষে ৩১ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৫ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!