1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে চা শ্রমিকদের চেক বিতরণে অনিয়ম
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

কমলগঞ্জে চা শ্রমিকদের চেক বিতরণে অনিয়ম

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৮৪৫ জন পড়েছেন
শমসেরনগর চা বাগানের ২৭ জন শ্রমিকদের নামের পাশে একই এনআইডি (৫৮১৫৬৮৫) নাম্বার দেওয়া

অনলাইন ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শ্রমিকদের এককালীন ৫০০০ হাজার টাকার চেক বিতরনে চা বাগানগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

২০১৮ সালের বরাদ্দকৃত চেক চলতি বছরের জুন মাস থেকে বিতরণ শুরু করছে সমাজসেবা অধিদপ্তর। শমসেরনগর ও কানিহাটি চা বাগানের তালিকায় দুইএনআইডি নাম্বার বিপরীতে ৭৪ জন শ্রমিকের নাম রয়েছে। একই সাথে অন্যান্য চা বাগানের স্টাফ, কর্মচারী, অশ্রমিক, জনপ্রতিনিধির আত্মীয়স্বজনদের নামও তালিকায় রয়েছে। চা বাগানের সাথে জড়িত সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করার দাবী জানিয়েছেন।

জানা যায়, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আতওয়ায় কমলগঞ্জ উপজেলায় ২০১৭-১৮ অর্থ বছরের ২২টি চা বাগানে চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা এককালীন ৫০০০ হাজার টাকার চেক বিতরণের জন্য ৩ হাজার শ্রমিকের নাম তালিকাভুক্ত করা হয়।

গত ৬ জুন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ আনুষ্ঠানিকভাবে ২১১৩ জন শ্রমিক পরিবারের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা উপজেলায় চেক বিতরণ কার্য়ক্রম উদ্বোধন করা হয়। তারপর থেকেই সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও বাগান পঞ্চায়েত কৃর্তক তালিকায় ব্যাপক অনিয়ম উঠেছে।

বিশেষ করে শমসেরনগর ও কানিহাটি চা বাগানের তালিকায় ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। তালিকায় দেখা যায় শমসেরনগর চা বাগানের প্রাপ্ত ১১৩ নম্বর হতে ১৪০ নম্বর পর্যন্ত ২৭ জন শ্রমিকদের নামের পাশে একই এনআইডি (৫৮১৫৬৮৫) নাম্বার দেওয়া আছে। একই তালিকা শমশেরনগর শিংরাউলী গ্রামের মাইক্রোবাসচালক নুনু মিয়ার নামও রয়েছে। তাছাড়া তালিকাভুক্ত অধিকাংশ চা বাগানের নিবন্ধিত চা শ্রমিক নন। একইচা বাগানের ফাঁড়ি বাগান কানিহাটি চা বাগানের নামের তালিকায় আরেকটি এনআইডির (৫৮১৫৬৮৫৯৫) বিপরীতে ১ নম্বর হতে ৪৫ নম্বর পর্যন্ত ৪৫ জন শ্রমিকদের নাম রয়েছে।

একইভাবে উপজেলার আলীনগর চাবাগানের তালিকাও স্টাফ, কর্মচারী ও চাকুরীজীবিদের নামও রয়েছে বলে অভিযোগ উঠেছে। মাধবপুর, পাত্রখোলা, মৃত্তিঙ্গা, চাম্পরায়সহ বেশ কয়েকটি বাগানের স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিরা শ্রমিকদের নাম ব্যবহার করে টাকা নয়ছয় করতে এমন আশ্রয় নিয়েছেন বলে সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন।

অপরদিকে স্থানীয় সাংবাদিকরা সারা উপজেলায় বিতরণকৃত চা শ্রমিকদের নামের তালিকা সমাজসেবা অধিদপ্তরে চাইলে সমাজসেবা অফিসার তালিকা দিতে রাজি হননি। পরে তথ্যাধিকার আইনে আবেদন করেছেন বলে সাংবাদিকরা জানান।

এ বিষয়ে কানিহাটি চাবাগানের ইউপি সদস্য সীতারাম বিন বলেন, তালিকা আমি করিনি। স্থানীয় বাগান পঞ্চায়েত ও চেয়ারম্যান করেছেন বলে জেনেছি।

শমসেরনগর চা বাগানের ইউপি ইয়াকুব আলী বলেন, অনিয়ম বিষয়টি তার জানা নেই, তবে ইউনিয়ন অফিসের কম্পিউটারের তালিকা করা হয়। হয়তো সেখানে ভুল হতে পারে।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা বলেন, কিছু অনিয়মের কথা শুনেছি। তবে চেক বিতরণ করা হলেও সমাজ সেবা বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চেকের টাকা প্রদানে এখনও কোন নির্দেশনা দেওয়া হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!