ডাক অনলাইন ডেস্ক:: সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের মৃত্যু নিয়ে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নব নিযুক্ত শিক্ষিকা সিরাজুম মুনিরা। পরে সেই স্টাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ এবং শিক্ষার্থীরা ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
জানা যায়, শনিবার লাইফ সাপোর্ট থাকা সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। তার মৃত্যু নিয়েই ওই শিক্ষিকা ওনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্টাটাস দেন তা হুবুহু তুলে দেয়া হলো-
“যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল”। স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হলে কিছুক্ষণ পর ডিলিট করে দেন বলে জানা গেছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বিগত সময়েও আমরা দেখেছি বামধারার রাজনীতির মিছিলে উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। জাতীয় চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান সাবেক স্বাস্থ্য মন্ত্রী। আর তাছাড়াও একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন মন্তব্য কোনওভাবেই কাম্য নয়। আমাদের মনে প্রশ্ন জাগে এমন মনমানসিকতার একজন কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন?
এ দিকে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, করোনার পরিস্থিতি আর প্রিয় নেতার মৃত্যু সব মিলে সকলেই কঠিন মুহূর্ত পার করছে। এমন মুহূর্তে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এমন স্ট্যাটাস দেয়া খুবই দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় খুললে আমরা ক্যাম্পাসে প্রতিবাদ করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থেকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, মো. নাসিম শুধু বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতাই নন বাংলাদেশ সৃষ্টির জন্যে যারা বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে এদেশ স্বাধীন করেছে তিনি তাদেরই একজন। তার মৃত্যুতে জাতি আজ শোকাহত। সে জায়গা থেকে একজন শিক্ষক মো. নাসিমের মৃত্যু নিয়ে যেভাবে কটুক্তি ও কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছেন এজন্য তাকে শুধু শাস্তি নয় তাকে বিচারের আওতায় এনে অতিদ্রুত এই বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবী জানাচ্ছি।
তিনি আরও বলেন, তার এই ধৃষ্টতার কারণে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে তার শাস্তির দাবী করছি। শুধু তাই নয় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করার সকল প্রস্তুতি আমি নিচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা সিরাজুম মুনিরাকে ফোন দিলে তিনি এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই বলে ফোন কেটে দেন৷ পরে ফোন বন্ধ পাওয়া যায়।