ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
শনিবার (১৩ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গনমাধ্যমকে জানান, শনিবার সকালে ৩৯১ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইট।
৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।