1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩১৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ছিলেন সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল এসেছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়।

পরে রাত ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি।

সিএমএমএইচে পৌঁছালে সাথে সাথে প্রতিমন্ত্রীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতে পৌনে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেকনোক্রেট কোটায় শেখ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে তাকে দায়িত্ব দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!