1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে: নৌ পুলিশ
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে: নৌ পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৬ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও নৌ পুলিশ মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় স্বপ্রণোদিত হয়ে কাজ করছে।

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। জাল তৈরির কারখানাগুলো যেন চোখে ধুলো দিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিস্তার ঘটাতে না পারে তার জন্য সোচ্চার নৌ পুলিশ।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) ফরিদা পারভীন জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ। এসব জালের মূল্য ২১৪ কোটি ৮০ লাখ টাকা।

তিনি আরও জানান, মুন্সিগঞ্জের অলিতে-গলিতে কঠোর নজরদারি রাখছে মুক্তারপুর নৌ পুলিশ। গোয়েন্দা কার্যক্রম চলমান রেখে সর্বোপরি বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এ সকল গড ফাদারদের প্রতি। রাতের আঁধারে কোনভাবেই যেন নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল তৈরি হতে না পারে তাই সদা জাগ্রত নৌ পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন যেন বিজয়ের বার্তাই বাজিয়েছেন চলমান এ যুদ্ধে। এ যাবৎকালের এক দিনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে সর্বোচ্চ অর্জন নৌ পুলিশের।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সরকারের পাশে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মৎস্য সম্পদ রক্ষায় অকুতোভয়ে কাজ করবে নৌ পুলিশ।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!