1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
নিউজিল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৬৩ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন থামছে না কিছুতেই। রবিবার নিউজিল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

জর্জ ফ্লয়েডকে যেভাবে শ্বেতাঙ্গ পুলিশ গলায় হাঁটু চেপে ধরে হত্যা করেছিল দূতাবাসের বাইরে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে সেই ভঙ্গি প্রদর্শন করে তারা। এ সময় ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ আন্দোলনের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করার পাশাপাশি স্থানীয় বৈষম্য ইস্যুও তোলে ধরে তারা।

অকল্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজানো হয় মাইকেল জ্যাকসনের “দে ডোন্ট কেয়ার অ্যাবআউট আস” গান। এ সময় ‘নো জাস্টিস, নো পিস’ বলে স্লোগান ধরে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট ভবনের সামনে মিছিল নিয়ে যায় তারা।

বিক্ষোভের মুখে এরই মধ্যে হ্যামিল্টন শহরে স্থাপিত কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচারী ঔপনিবেশিক সামরিক কমান্ডার ক্যাপ্টেন ফ্যান চার্লস হ্যামিল্টনের ভাস্কর্য সরিয়ে নিয়েছে।

শুধু নিউজিল্যান্ডেই নয় যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী বিক্ষোভ হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশে। গত ২৫ মে মিনেপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েডকে হত্যার পর থেকে এই বিক্ষোভের সূত্রপাত।

অকল্যান্ডে বিক্ষোভে অংশ নেওয়া সামাজিক ন্যায়বিচারের কর্মী জুলিয়া হোয়াইপুতি এএফপিকে বলেন, “জর্জ ফ্লয়েড আর বেঁচে নেই। তার এই মৃত্যু যাতে বৃথা না যায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!