1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাগেরহাটে আরও ৯ জনের করোনা শনাক্ত
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

বাগেরহাটে আরও ৯ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮০ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: বাগেরহাটে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর মধ্যে খুলনার ল্যাবে ৭ জনের এবং যশোরের ল্যাবে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি মাসে এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

রবিবার সকালে স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ৭৫ জনের শনাক্ত হল। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫ জন, ফকিরহাটে ৩ জন এবং চিতলমারীতে একজন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সকালে এই প্রতিবেদককে বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চলতি মাসে সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রবিবার সকালে স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!