1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
লিগ জিততে বিশ্বকাপের মতো খেলতে হবে: জিদান
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

লিগ জিততে বিশ্বকাপের মতো খেলতে হবে: জিদান

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৮৫ জন পড়েছেন
Real Madrid's French coach Zinedine Zidane attends the Spanish League football match between Real Madrid and Barcelona at the Santiago Bernabeu stadium in Madrid on March 1, 2020. (Photo by OSCAR DEL POZO / AFP)

ডাক অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস সংকট অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের মাঠে গড়াতে শুরু করেছে ইউরোপের ফুটবল। ফের মাঠে ফেরা নিয়ে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। তার একমাত্র ভাবনা এখন লা লিগায় দলকে চ্যাম্পিয়ন করা। এ জন্য বাকি ১১টি ম্যাচ বিশ্বকাপ খেলার মানসিকতা নিয়ে খেলতে শিষ্যদের আহ্বান জানিয়েছেন তিনি।

দীর্ঘ আট বছর ধরে লা লিগার শিরোপা ধরার বাইরে রিয়ালের। যেভাবেই হোক এবার এই অপূর্ণতা ঘুচাতে চায় তারা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৫ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।

ব্যবধান আরও কমিয়ে আনার লক্ষ্যে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে এইবারের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল।

১৯ জুলাইয়ের মধ্যে লিগ শেষ করার লক্ষ্য লা লিগা কর্তৃপক্ষের। ফলে ঠাসা সূচিতে পড়তে যাচ্ছে ক্লাবগুলো। শিরোপা জিততে হলে এই সময়ে কোনোভাবেই পা পিছলানো যাবে না বলে মনে করেন রিয়াল কোচ।

বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মনে করে লড়াইয়ে নামতে সতীর্থদের আহ্বান জানালেন জিদান- “এই তুলনাটাই আমার পছন্দ, আমি তাতে একমতও। আমার খেলোয়াড়রা জানে, বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ধাপগুলো খেলাটা কেমন হয়।”

“গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি। আমি মনে করি, আমরা খুব, খুব ভালো প্রস্তুতি নিয়েছি। প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছি আমরা। সর্বোচ্চটুকু দিয়ে খেলতে হবে আমাদের। খেলোয়াড়দের নিয়ে আমরা যা করেছি, তাতে আমার বিশ্বাস আছে। এখন আমরা তা মাঠে দেখাতে চাই।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!