1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাঁশি বাজিয়ে পর্যটকদের আনন্দ দেওয়া বাউল এখন রিক্সাচালক
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

বাঁশি বাজিয়ে পর্যটকদের আনন্দ দেওয়া বাউল এখন রিক্সাচালক

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৪৭ জন পড়েছেন

ডাক কমলগঞ্জ প্রতিনিধি: ভ্রমণে আসা পর্যটক-দর্শনার্থীদের গান ও বাঁশি বাজিয়ে আনন্দ দেওয়া বাউল মদিনা এখন রিক্সাচালক। করোনাভাইরাসের কারনে সরকারি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত সাময়িক বন্ধ থাকার কারণে এসব পর্যটন স্থানগুলো এখন পর্যটকশূন্য। আসছেন না কোনও দর্শনার্থী, বাজছে না তার হাতের বাঁশের বাঁশি। ভ্রমণে আসা দর্শনার্থীদের গান ও বাঁশি বাজিয়ে আনন্দ দিয়ে যা পেতেন তা দিয়েই চলতো বাউল মদিনার অভাবের সংসার। কিন্তু তাকিয়ে আছেন কবে খুলবে এই পর্যটন স্থানগলো।

প্রায় সময় পর্যটকশূন্য স্থানগুলোতে গিয়ে অপেক্ষা করতেন বাউল মদিনা কখন আসবে পর্যটক। গাইবেন গান, বাজবে বাঁশের বাঁশি। কিন্তু দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হলেও করোনাভাইরাসের কারনে খোলা হয়নি এসব পর্যটন স্থানগুলো। আসছেন না কোনও পর্যটক, হচ্ছে না আয়, চলছে না সংসার। অভাবের তাড়নায় সংসারের প্রয়োজনে নিরুপায় কর্মহীন বাউল মদিনা ৫০ বছর বয়সে ধরেছেন এখন রিক্সার হ্যান্ডেল। কোমরে গামছা পেছিয়ে পেটের তাগিদে ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। মাঝে মাঝে রিক্সা থামিয়ে চোখের ও মুখের পানি মুছছেন। আবার দেখা যায় নিরবে কান্নাও করছেন।

বাউল মদিনার সাথে আলাপকালে তিনি বলেন, ছোটবেলা থেকেই শখ করে গান ও বাঁশি বাজাতেন, ধীরে ধীরে গান ও বাঁশি বাজানোটা তার নেশায় পরিণত হয়। আর এই নেশাটা এখন পেশায় পরিণত হয়েছে। কি করবো অভাবের সংসার, আয়ের কোনও উৎস নাই। রুজি করে যা পান তাই খান। পর্যটন স্থানগুলোতে ভ্রমণে আসা দর্শনার্থীদের গান ও বাঁশি বাজিয়ে আনন্দ দিয়ে কিছু বকশিস পেতেন তা দিয়েই চলতো তার ছোট অভাবের সংসার। কিন্তু করোনাভাইরাসের কারনে বন্ধ হয়ে যায় তার কর্মস্থল। সংসারের প্রয়োজনে বাধ্য হয়ে বাঁশি রেখে ধরেন রিক্সার হ্যান্ডেল। সুখের সময়ে অনেকেই মনের আনন্দে বাউল মদিনার গান ও বাঁশি বাজানো শুনেছেন, কিন্তু দুঃখের সময়ে কেউ শোনে না বাউল মদিনার নিরব কান্না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!