বাসস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভয়ে তো আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে।
এলাকাভিত্তিক ‘লকডাউন’ করার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোন কোন এলাকায় বেশি (সংক্রমণ) দেখা যাচ্ছে, সেখানে লকডাউন করে তা আটকাচ্ছি। যাতে ওখান থেকে সংক্রমণিত না হয়।
রোববার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী।
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব সংসদে উত্থাপন করেন।পরে সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।