দিনাজপুর: দিনাজপুরের বিরল ও হাকিমপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একটি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার (১৪ জুন) দুপুরের দিকে বিরলের ভাণ্ডারা ইউনিয়নের সুইহারা গ্রাম ও সকালে হাকিমপুরের আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো- বিরলের ১০ নম্বর রাণীপুর ইউনিয়নের কাজীপাড়ার গ্রামের মিজানুর রহমানের মেয়ে মোমিতা আক্তার (৭), একই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে সুলতানা (৯) ও হাকিমপুরের কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হুমাইরা (৭)।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় কাদিরপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে হিমু (৪) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।