1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কী ছিল সুশান্তের শেষ পোস্টে
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

কী ছিল সুশান্তের শেষ পোস্টে

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৯৯ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: সবকিছু শেষ হওয়ার আগেও ১৭ বছর আগে মারা যাওয়া মাকেই আঁকড়ে ধরেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের সমস্ত আবেগ উজাড় করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে সর্বত্র, সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার করা শেষ পোস্টেই চোখ আটকে যাচ্ছে। পড়লে বোঝা যাচ্ছে, মন ভালো ছিল না সুশান্তের।

কৈশোরে মাকে হারিয়েছিলেন সুশান্ত। তারকা হয়ে যাওয়ার পরেও সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি তিনি। একাধিক বার সংবাদমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে পোস্টও করতেন সুশান্ত।

গত ৩ জুন ইনস্টাগ্রামে শেষ পোস্টটিও মাকে নিয়েই করেন সুশান্ত। মায়ের সঙ্গে নিজের ছবির কোলাজ পোস্ট করে লেখেন, ‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো /অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে/ বহমান জীবন,এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া…মা।’

ঠিক কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন বলে শোনা যাচ্ছে। এর আগেও মায়ের উদ্দেশে তার করা পোস্টে অবসাদের ছায়া ধরা পড়েছে। ২০১৭-তে টুইটারে মায়ের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘চিরকাল আমার সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমিও কথা দিয়েছিলাম, যাই হোক না কেন মুখে হাসি ধরে রাখব। মনে হচ্ছে আমরা দু’জনেই ভুল ছিলাম মা।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!