1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেট সিটির সাবেক মেয়র কামরানের মৃত্যুতে আব্দুস শহীদ এমপির শোক

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৩৫ জন পড়েছেন

ডাক সিলেট প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে যান না ফেরার দেশে।
আব্দুস শহীদ এমপি গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বদর উদ্দিন আহমেদ কামরান ১৯৫১ সালের ১ জানুয়ারি শাহজালালের পুণ্যভূমি সিলেটে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ১৯৭৩ সালে তিনি প্রথমবার সিলেট পৌরসভার ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। ১৯৯৫ সালে সিলেট পৌরসভার মেয়র হন ।
আব্দুস শহীদ এমপি বলেন, বদর উদ্দিন আহমদ কামরান সিলেটে আওয়ামী লীগের একজন গর্বিত নেতা ছিলেন। সিলেটবাসী কোনদিন তাকে ভুলতে পারবে না। তার চলে যাওয়া এক বিশাল অপূর্ণতা। তার মৃত্যুকালে পরিবারের লোকজনসহ অসংখ্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!