1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিলেটে কামরান শায়িত হলেন বাবা-মায়ের পাশে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

সিলেটে কামরান শায়িত হলেন বাবা-মায়ের পাশে

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৭৭ জন পড়েছেন
বদর উদ্দিন আহমদ কামরান

নিজস্ব প্রতিবেদক:  সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

সোমবার বেলা আড়াইটার দিকে দ্বিতীয় জানাজা শেষে নগরীর মানিকপীর টিলাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ সিলেট পৌঁছায়। নিজ এলাকার ছড়ারপাড় মসিজদে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার ভোররাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরান।

সিলেটের বর্ষীয়ান এই জনপ্রতিনিধির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ জুন নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনা সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরানও কভিড-১৯ আক্রান্ত হন।

শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!