1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে রেড জোন ঘোষণা
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে রেড জোন ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪২৩ জন পড়েছেন

শ্রীমঙ্গল: করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় শ্রীমঙ্গলের ৮ এলাকা রেড জোন ঘোষনা করা হয়েছে।

রোববার (১৪ জুন) জেলা সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা জুড়ে রেড, ইয়েলো ও গ্রীনজোন এলাকা ঘোষনা করেন।

এর মধ্যে শ্রীমঙ্গল শহরের ৮টি এলাকা রেড, ৩টি এলাকা ইয়েলো ও ৫টি এলাকা গ্রীনজোন ঘোষনা করা হয়।

রেড জোন এলাকাগুলোর মধ্যে শহরের ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর, কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক এলাকা রয়েছে।

এছাড়া কালাপুর, আশিদ্রোন, কালিঘাট ইউপি এলাকা ইয়েলো এবং মির্জাপুর, সিন্দুরখান, রাজঘাট সাতগাঁও ইউনিয়ন গ্রীনজোন ঘোষনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল শহরের ৮টি রেড জোনের মধ্যে ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর এই ছয়টি এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার ১০.৮ হলেও বাকি কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক এলাকায় এই হার ৩১.৮ ভাগ।

এদিকে জোন কার্যকরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার খবর পাওয়া গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!