1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘করোনা নিয়ন্ত্রণে’ ঘোষণার দিন ব্রাজিলে রেকর্ড আক্রান্ত
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

‘করোনা নিয়ন্ত্রণে’ ঘোষণার দিন ব্রাজিলে রেকর্ড আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩২৬ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিল সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যেদিন বললেন করোনা পরিস্থিতি তারা সামাল দিয়েছেন,  সেদিনই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বুধবার সকাল আটটা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন। মারা গেছেন ৪৫ হাজার ৪৫৬ জন।

এর আগে ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন এই রোগটিতে পজিটিভ শনাক্ত হন।

ব্রাজিলে এমন অবস্থার জন্য দেশটির গণমাধ্যম সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করছে। মঙ্গলবার করোনা আপডেট দেয়ার আগে দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান ওয়াল্টার ব্রাগা নেটটো বলেন, ‘সংকট চলছে। সাহসী পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। সংক্রমণ অনেক কমে যাচ্ছে!’

আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে আটশ।

আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। মোট মৃত্যু ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজার ৪১ জন।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮, মৃত্যু ৭ হাজার ২৮৪ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন, মৃত্যু ১১ হাজার ৯২১ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৯৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন।

স্পেনে ২ লাখ ৯১ হাজার ৪০৮ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৪৫ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!